অনেক সময় অস্থায়ী ইমেইল ঠিকানার প্রয়োজন হয়। বিশেষ করে কোথাও রেজিষ্ট্রেশন বা ভোট করতে যদি ইমেইলে কনফরমেশন বা এ্যাকটিভিশন মেইলের প্রয়োজন হয়। অনেক সময় নিজের একাধিক মেইল লগইন করে এধরনের কাজ করা বেশ ঝামেলার। এছাড়াও নিরাপত্তার কারণে কিছূ সাইটে নিজের মেইল ঠিকানা ব্যবহার করা যায় না।
আজ আপনাদের এমন একটি অস্থায়ী মেইল সেবাদানকারী সাইটের কথা বলবো । সাইটটিতে মেইল চেক করতে যেমন সাইন-আপ করতে হবে না তেমনই মেইল চেক করতেও লগইন করতে হবে না। শুধুমাত্র ইমেইল ঠিকানা বা ইউজার নেম দিয়ে Go! বাটনে ক্লিক করলেই মেইলের ইনবক্স চলে আসবে। যেমন, আপনি যদি [email protected] ঠিকানা ব্যবহার করেন তাহলে Check your inbox! এ [email protected] বা auntar লিখে এন্টার করলেই হবে। এছাড়াও আরও কিছু ডোমেইনও সমর্থন করে সাইটটিতে, যা মূলত একটি ইনবক্সে লগইন হবে। এই অস্থায়ী মেইল ইনবক্সে সর্বোচ্চ ১০টি মেইল জমা থাকবে যা কয়েক ঘন্টার পরে সয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এখানে

Article Categories:
টিউটোরিয়াল
Leave a Reply